Saturday, December 6, 2025

বঙ্গবন্ধুকে ভালোবেসে প্রেমবাগে ভ্যানচালক বিল্লাল্লের গণভোজ

অমল কৃষ্ণ পালিত, বসুন্দিয়া (যশোর): তিনি রাজনৈতিক কোনো নেতা না, না জনপ্রতিনিধি। পেশায় ভ্যানচালক হয়েও বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা দেখে রিতি মত থমকে গেছে ওই এলাকার মানুষ। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসায় সম্পূর্ন নিজেস্ব অর্থায়নে তিনি এক মন চাউল, দশ কেজি ডাউল এবং দশ কেজি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছেন এবং তা এলাকার মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। বলছিলাম  প্রেমবাগ গুচ্ছগ্রামের বঙ্গবন্ধু প্রেমি বিল্লাল হোসেন কথা। তিনি দিনে ভ্যান চালায় আর অবসর সময় কাটান বঙ্গবন্ধুর ভাষন শুনে। তার রয়েছে নিজেস্ব সাউন্ড বক্স। নিজে শোনেন এবং পরিবারের সদস্যদেরকেউ অনুপ্রেনীত করেন ।
এসব বিষয়ে তিনি বলেন,  বঙ্গবন্ধু না থাকলে হতো না সোনার বাংলা, পেতাম না স্বাধীন বাংলাদেশ। আরও বলেন বঙ্গবন্ধুর তৈরী দলকে যতটা ভালবাসি তার থেকে বেশি ভালবাসি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ কে। বঙ্গবন্ধুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে তিনি সহ ১৫ই আগষ্টে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি বিল্লালের এই ভালবাসা দেখে খুশি এলাকাবাসী। বিল্লালের বাড়িতে ছুটে আসেন ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনসহ বিভিন্ন মহলের লোকজন। চেয়ারম্যান বলেন বঙ্গবন্ধুকে  সকল শ্রেনীর মানুষই   মন থেকে ভালবাসে। বিল্লালই তার প্রমান।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর