Saturday, December 6, 2025

কেশবপুরে ভিমরুলের কামড়ে গৃহবধু আহত হয়ে হাসপাতালে ভর্তি

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুরে ১৪আগস্ট দুপুরে ভিমরুলের কামড়ে আহত হয়ে মুনজিলা বেগম (৪০) নামে এক গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর এলাকার বাবর আলীর স্ত্রী মুনজিলা বেগম ১৪আগস্ট দুপুরে একই গ্রামের আকবার আলীর বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই বাড়িতে থাকা ভিমরুলের চাক (বাসা) ভেঙ্গে দিলে মুনজিলা বেগমের মাথা, ঘাড় ও হাতে ভিমরুল কামড় দেয়। ভিমরুলের কামড়ে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী সাংবাদিকদের বলেন, মুনজিলা বেগমের শরীরে ১৩টি ভিমরুলের হুল বসানোর চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

কেশবপুর প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর