সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ‘রঙ্গম’ নামে একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শক্তিপদ বিশ্বাস, উদ্যোক্তা আবদুল্লাহ আল জাবের, রংগমের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া খান, উম্মে হাবিবা প্রমুখ।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নড়াইলে যেসব উদ্যোক্তা কুটির শিল্প, শাড়ি-পাঞ্জাবিসহ বিভিন্ন পণ্য তৈরি করে থাকেন ‘রংগম’ এসব ক্রয় করবে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করবে। উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইলের প্রায় ২০জন তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
নড়াইলে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘রঙ্গম’ এর যাত্রা শুরু

আরো পড়ুন






