সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীবৃন্দ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন। গত কাল (১৩ আগষ্ট) সকালে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ২০২১ সালে অনুষ্ঠিতব্য এইচএসসির পরীক্ষার্থীরা লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে করা একটি লিখিত অভিযোগ সাংবাাদিকদের নিকট জমা দিয়েছেন। লিখিত অভিযোগে জানা যায়, লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি-২০২১ পরীক্ষার্থীদের মাসিক বেতন ও ফরম পূরনের জন্য ৪ হাজার ৮শত টাকা এবং এসাইমেন্টের জন্য তাদেকে ৭শত টাকা করে ৩ বারে ২ হাজার ১শত টাকা জমা দিতে বলেন। ভর্তি কালীন সময়ে কলেজ কর্তৃপক্ষ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাসিক কোন বেতন দেয়া লাগবে না। অভিযোগে শিক্ষার্থীরা জানায় ‘‘আমাদের অধিকাংশ মা-বাবা গরীব। করোনা কালীন সময়ে আমাদের অভিভাবকদের এত টাকা দেয়া অসম্ভব হয়ে দাড়িয়েছে। এদিকে আমাদের এসাইমেন্ট কলেজে জমা দিতে গেলে কলেজের শিক্ষক বুলবুল আহম্দে শিক্ষার্থীবৃন্দের জমা দেওয় এসাইমেন্ট ছিড়ে ফেলেন’’। অভিযোগকারী সাদিয়াসহ আরও কয়েকজন শিক্ষার্থী কান্নাবিজড়িত কন্ঠে বলেন, ‘আমাদের পিতৃতুল্য অত্র কলেজের অধ্যক্ষ টাকা না দিতে পারলে লেখাপড়ার দরকার নেই বলেও তিরস্কার করেন’। লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আহম্মেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগের ব্যাপারে বলেন, আপনারা আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সাংবাদিকদের নিয়ে তিনি বিরুপ মন্তব্য করে আরও বলেন, প্রয়োজনে আমার কথাগুলো রেকর্ড করেন এবং যা ইচ্ছে তাই লেখেন। আমার পরিচালনা পর্ষদ আছে এই বলে ক্ষুদ্ধ হয়ে তিনি ফোনটি কেটে দেন। । এ ঘটনার বিষয়ে লোহাগড়া মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া বলেন, সরকারী বিধি মোতাবেক এসাইনমেন্টের জন্য কোন টাকা প্রয়োজন হয়না এবং ফরম পূরনের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার বেশী নিতে পারবে না। যদি কোন প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশী নেয় তাহলে সেটা আইনের পরিপন্থি। এব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ রোসলিনা পারভিন বলেন, ‘একটি মেয়ে ফোন করেছিল অভিযোগের ব্যাপারে। আমি না থাকার কারনে অভিযোগ গ্রহন করতে পারিনি। রোববার (১৫ আগস্ট) অভিযোগ পত্র জমা দিতে বলেছি’
লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

আরো পড়ুন






