Saturday, December 6, 2025

চৌগাছায় ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আলীম আটক

ফের চৌগাছায় ডিবির অভিযানে আরো এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক আলিম চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের মৃত ফজলুর ছেলে। এসময় তার কাছথেকে ২০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায় ব্যবহিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার  ডিবির এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে   বিকেল ৬ টায় উপজেলার পুড়াপাড়া (ক্লাব পাড়া) পাঁকা রাস্তার উপর হতে  আলীমকে আটক করা হয়। উদ্ধার হওয়া ২০ বোতল ফেনসিডিলের দাম  ষাট হাজার টাকা। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

উল্রেখ্য,  বুধবার ডিবি পুলিশের এসআই শাহীনূর রহমান ও এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটি বিশেষ টিম চৌগাছা উপজেলায়  অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সিংহ মালোপাড়া গ্রামের হাফিজুর রহমানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে  চৌগাছা উপজেলার দীঘল সিংহ মালোপাড়া গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে আজিজুর রহমান ও  হুদা চৌগাছা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে লিখনকে আটক করে। এসময় তাদের কাছথেকে ১৮ বোতল ফেনসিডিল ও মাদক ব্যভসায় নিয়োজিত একটি মটরসাইকেল সহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর