Saturday, December 6, 2025

নড়াইলে দুই সহযোগীসহ ভুয়া মেজর আটক

নড়াইলে সেনাবাহিনীর ভুয়া মেজরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পুরনো বাসটারমিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের অবনী সিংহের ছেলে মেজর পরিচয় দানকারী নয়নকুমার সিংহ (২৮), আওড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামের রুস্তম শেখের ছেলে মিজান শেখ (৪৫) এবং মোসলেম ফকিরের ছেলে মো. আহাদ ফকির। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিজেকে নয়নকুমার সিংহ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে ব্যাপক সংখ্যক লোকের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছেন- এই রকম সংবাদ ছিল। এর ভিত্তিতে সদর থানার এসআই (নিরস্ত্র) অপু মিত্রের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নড়াইল পুরনো বাসটারমিনাল থেকে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে নয়নকুমার সিংহ প্রতারণার কথা স্বীকার করেন। জানান, দুইজন সহযোগী মিজান শেখ ও আহাদ ফকিরের সহযোগিতায় তিনি দীর্ঘদিন ধরে নড়াইলের বিভিন্ন এলাকার বেকার/চাকরি প্রত্যাশীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন। নয়নকুমার সিংহের দেওয়া তথ্যেমতে দ্রুতই তার সহযোগী মিজান শেখ ও আহাদ ফকিরকে আটক করা হয়।
তাদের কাছ থেকে চাকরির নাম করে হাতিয়ে নেওয়া নগদ সাড়ে ২৫ হাজার টাকা, চাকরিপ্রত্যাশীদের নামে তৈরি করা বাংলাদেশ রেলওয়ের ভুয়া ১৬টি পরিচয়পত্র, চাকরি প্রত্যাশীদের ২২টি নাগরিক সনদপত্র, ৩৫টি সার্টিফিকেটের ফটোকপি, ৪৪টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১৮টি জন্মসনদের ফটোকপি ও অগণিত ছবি উদ্ধার করা হয়েছে।

নড়াইল প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর