সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ খুলনার শিয়ালী গ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সনাতন (হিন্দু)
সম্প্রদায়ের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপসনালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়েছে। বুধবার (১১ আগস্ট) বিকেলে নড়াইল প্রেসক্লাবের সামনে হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধনে
নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের
সভাপতি মলয় নন্দী, সাধারন সম্পাদক আশিষ বিশ্বাস, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি
অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবুল সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয়
কুন্ডু, অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, নিখিল সরকার, প্রভাষক প্রশান্ত সরকার, অশোক কুমার কুন্ডু প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় সনাতন (হিন্দু) সম্প্রদায়ের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ের ওপর হামলা-ভাংচুর ও
ধর্মীয় উষ্কানির ঘটনা ঘটনা ঘটছে। সর্বশেষ গত ৭ আগস্ট খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে ৪টি মন্দির, ১২টি বাড়ি, ৩টি
দোকান এবং বিভিন্ন মূর্তি ভাংচুর ও লুটপাট করা হয়। বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার এবং
শাস্তির দাবি জানান।
নড়াইলে সনাতন সম্প্রদায়ের বাড়ি ও মন্দির ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

আরো পড়ুন






