কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুর পৌরসভা এলাকায় করোনায় আক্রান্ত হয়ে সাহাপাড়া গ্রামে চিত্র দের স্ত্রী অঞ্জু রানী দে(৬০) মারা গেছেন। ১১ আগস্ট ভোর সাড়ে ৩ টায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ২মেয়ে সহ ১সহ অংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। একই দিন দুপুর ১টায় কেশবপুর শহরের কুটিবাড়ি শ্মাশানে শেষ কার্য সম্পন্ন করা হয়।
নিহতের স্বজন সংস্কার দে বলেন , তার চাচীকে ২৩ জুলাই কেশবপুর হাসপাতালে ভর্তি হয়। সেখানে অবস্থার অনতি হলে ৩০জুলাই যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় ১১অগস্ট ভোর সাড়ে ৩টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফত হোসেন শেষ কার্য সম্পন্ন করার ব্যবস্থা করেন।







