সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শেফালী বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে জেলা ও দায়রা জজ মুন্সি মো.মশিয়ার রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত শেফালী বেগম ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার জাগসা পশ্চিমপাড়া গ্রামের মৃত তক্কেল ফকিরের মেয়ে। বর্তমানে তিনি ঝিনাইদহ জেলার নদীপাড়া গ্রামের মোহম্মদ নূর আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ জুলাই শেফালী বেগম ৩২ বোতল ফেনসিডিল বহন করে একটি যাত্রীবাহী বাসে নড়াইলের দিকে আসছিলেন। নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া এলাকার মহাসড়ক থেকে গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ আটক করেন। মামলার এক পর্যায়ে তিনি জামিন লাভ করেন। এরপর থেকে তিনি পলাতক থাকেন। পলাতক থাকা অবস্থায় বিচারক আসামিকে ওই রায় প্রদান করেন। গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক ওই রায় বহাল রেখে আসামিকে মঙ্গলবার (১০ আগষ্ট) কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নড়াইলে মাদক ব্যবসায়ীর আমৃত্যু কারাদন্ড ও লাখ টাকা জরিমানা

আরো পড়ুন






