Saturday, December 6, 2025

কেশবপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮আগস্ট দুপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, থানার তদন্ত ওসি শেখ ওহেদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ- জামান খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর