Saturday, December 6, 2025

প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন গাড়ি সহ ডোবায়

যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন দুর্ঘটনায় পড়েছেন। তবে তিনি সুস্থ্য আছেন।রোববার বেলা সোয়া ১১টার দিকে তিনি ব্যক্তিগত কারসহ রাস্তার পাশে ডোবায় পড়ে যান। তার বাড়ি মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে। বসবাস করেন যশোর শহরের ঘোপ এলাকায়।
শহিদুল ইসলাম মিলন জানান, বেলা ১১টার দিকে ব্যক্তিগত কারে চড়ে এলাকা থেকে যশোর শহরের উদ্দেশে যাচ্ছিলাম। পথে গৌরিপুর গ্রামে কারটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ডুবন্ত অবস্থায় দরজা খুলে আমি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হই।পাকা রাস্তা সরু হওয়ায় চাকা পিছলে পড়ে গেছি। আল্লাহর রহমতে সুস্থ আছি, বলেন মিলন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর