Saturday, December 6, 2025

নওয়াপাড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের পথ চলা শুরু সভাপতি মোজাফ্ফার- সম্পাদক হালিম

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ শিল্প শহর নওয়াপাড়ায় মানবসেবার ব্রত নিয়ে পথ চলা শুরু করেছে নওয়াপাড়া মানবকল্যাণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পাঁচজন উপদেষ্টাসহ স্বেচ্ছাসেবী এ সংগঠন পরিচালনায় ২০ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উদ্বেধন ও পরিচালনা কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) রাতে নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন ধোপাদী মোড় নামকস্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সমাজসেবক হাজী আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, স্থানীয় সমাজসেবক শাহ সপিউর রহমান, সাংবাদিক ডিআর আনিস প্রমুখ। পরে নওয়াপাড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির উপদেষ্টাসহ পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক। উপদেষ্টারা হলেন- শেখ আব্দুল ওয়াদুদ, হাজী আব্দুল কুদ্দুস বিশ্বাস, শের আলী মোল্যা, শাহ্ সফিউর ও হাজী আব্দুল মালেক হাওলাদার। নবগঠিত কমিটির সভাপতি মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অপু সরদার, সহ-সভাপতি নাহিদ মাহাবুব ও মঈনুল হক শাওন। সাধারণ সম্পাদক হালিম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও নিপু সরদার। সাংগঠনিক সম্পাদক লিটু বিশ্বাস, কোষাধ্যক্ষ রেজাউল সরদার, ক্রীড়া সম্পাদক নাঈমুল হক সাকিব, চিকিৎসা সম্পাদক মাহিন, সাব্বির মোল্যা শাওন, অমি বিশ্বাস, পার্বণ সরদার, অপু, জকি, হৃদয়, মোনায়েম, তরিকুল ইসলাম ও সাকিব (বড়)। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, আল-ফালাহ্ জামে মসজিদের ইমাম মাওলানা রহমতুল্লাহ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর