কেশবপুরে ৯ টি ইউনিয়ন পরিষদে করোনা টিকা কেন্দ্র কেশবপুর(যশোর)প্রতিনিধি : কেশবপুরে ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদে করোনা টিকা কেন্দ্র করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ৩টি বুথ থাকবে। শুধুমাত্র শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা ৫ হাজার ৪শ’ ব্যক্তিকে টিকা দিবেন। অগ্রাধিকার দেওয়া হবে বয়স্ক, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের জন্য ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্র এবং বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়ন মিলে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্র করা হয়েছে। এছাড়া বাকি ৭টি ইউনিয়ন পরিষদে ৭টি কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনটা বুথ থাকবে। এর মধ্যে নারীদের জন্য একটি ও পুরুষদের জন্য ২টি বুথ। প্রতিটি বুথে ২০০ জনকে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, সকল ওয়ার্ডের মেম্বর ও গ্রাম পুলিশ নিবন্ধনকারী ব্যক্তিদের কেন্দ্রে এসে টিকা নিতে সাহায্য করবে। টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্ক, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হবে। ইউনিয়ন পরিষদে বসার সুব্যবস্থা করা হয়েছে। মহিলাদের গোপনীয়তা রক্ষা করে টিকা প্রদান করা হবে। ট্যাগ কর্মকর্তা, বিট পুলিশিং কর্মকর্তাসহ সকলেই কেন্দ্রে উপস্থিত থাকবে যাতে শৃঙ্খলার সাথে কাজটি সফল হয়। সকলকে অবশ্যই মাস্ক পরে কেন্দ্রে টিকা নিতে আসতে হবে। মাস্ক না থাকলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক দেয়া হবে।
কেশবপুর প্রতিনিধি







