Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘারপাড়া সংবাদদাতাঃ গতকাল বাঘারপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতলে হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সার্বিক মান উন্নয়ন, পরিছন্ন কর্মী নিয়োগ, ক্ষুদ্র মেরামত, সংস্কার, করোনা টিকার কর্মসূচি, শেড নির্মান,নিয়ম মেনে বন্ধ থাকা ক্লিনিকি ও ডায়াগনস্টিক চালুসহ বিবিধ বিষয়ে মিটিংয়ে রেজুলেশন হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন রনজিৎ কুমার রায় এমপি। আলোচনা সভায় অন্যানদের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার তানিয়া আফরোজ, উপজেলা আব্দুর রউফ মোল্যা, বিথিকা বিশ্বাস, উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, এস আই রাজ কিশোর পাল, পৌর মেয়র কামরুজ্জামান, অধ্যক্ষ আজগর আলী, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সদস্য শচীন্দ্রনাথ বিশ্বাস, মিজানুর রহমান, গোলাম সরোয়ার , মেডিকেল অফিসার শাহ আলম রুবেল, আবাসিক মেডিকেল অফিসার কৌশিক আশরাফ প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শরিফুল ইসলাম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর