Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় শেখ কামালের জন্মদিন পালন

বাঘারপাড়া সংবাদদাতাঃ যশোরের বাঘারপাড়ায় শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের ৭২ তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রনজিৎ কুমার রায় এমপি বলেন, শেখ কামাল ছিলেন একজন আদর্শবান দেশ প্রেমিক। দেশ মাতৃকার টানে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। দেশের ক্রিয়া সংগঠক হিসাবে তার নাম স্বর্নাক্ষরে লেখা রবে। একজন রাষ্ট প্রধানের সন্তান হয়ে তার মনে ছিলোনা কোন আত্ম অহমিকা । অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, সুভাষ দেবনাথ অভিরাম,আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, অরুন অধিকারি, শচীন্দ্রনাথ বিশ্বাস , মিজানুর রহমান, নিখিল কুমার আঢ্য, আমিনুর রহমান সরদার , আওয়ামী মহিলা যুবলীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রনি ভৌমিক ও সম্পা রাণী প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর