Saturday, December 6, 2025

খুলনায় জাতীয় যুব সংহতির নেতাকে কুপিয়ে জখম

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এস এম এরশাদুজ্জামান ডলারকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর শেরেবাংলা রোডের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, রাতে নগরীর ডাকবাংলো মোড়ের পার্টি অফিস থেকে শেরেবাংলা রোডের হাজি বাড়ি বাসায় ফিরছিলেন। আমতলা মোড়ে পৌঁছালে হঠাৎ তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল নগরীর স্যার ইকবাল রোডস্থ বেসিক ব্যাংকের সামনে জাতীয় পার্টির মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেমকে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত শেখ আবুল কাশেম আহত এরশাদুজ্জামান ডলারের চাচা।

খুলনা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর