কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি বাল্যবিবাহ বন্ধ সহ ছয় ব্যক্তিকে ১০হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও প্রথম শ্রেণী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলেন ইরুফা সুলতানা ৪আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মাদারডাঙ্গা-গড়ভাঙ্গা গ্রামের আনিছুর রহমানের মেয়ে রুমানা খাতুন (১৫) এর করোনাকালীন সময়ে লোক সমাগম করে বিয়ের বাড়িতে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে মেয়ের মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের মার নিকট থেকে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
একই দিন উপজেলার পাঁজিয়া,কলাগাছি ও কাটাখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ধারায় ৬ ব্যক্তিকে দশ হাজার সাতশত টাকা জরিমানা করেন।
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, জরিমানা

আরো পড়ুন






