Saturday, December 6, 2025

যশোরে ডিবির পৃথক অভিযানে চৌগাছার মাদক ব্যবসায়ী বাদল সহ দুইজন আটক

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছথেকে দুই কেজি ১শ’গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধা ৬টা ৪৫ মিনিটে চৌগাছার উপজেলা ভূমি অফিসের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী কালিতলার ব্রজ কুন্ডুর ছেলে বাদল কুন্ডুকে আটক করে।অভিযানে অংশ নেন ডিবির এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ।  এসময় তার কাছ থেকে  ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার দাম  ৬০ হাজার টাকা। এঘটনায় ডিবির এসআই  মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে চৌগাছায় থানায় মামলা করেন। অপর অভিযানে যশোর কোতয়ালী থানাধীন সাহাবাটি গ্রামস্থ গোপালপুর  যশোর টু খুলনাগামী মহাসড়কের উপর হতে রাত ৮টা ৪৫ মিনিটে ভাটপাড়া গ্রামের মান্নান মোল্যার ছেলে মাদক ব্যবসায়ী বাবু হোসেনকে  আটক তরে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই   সোলায়মান আক্কাস, এসআই  সাদ্দাম হোসেন। এ সময় তার কাছথেকে ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য  ২৪ হাজার  টাকা। এ ঘটনায় ডিবির এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর