Saturday, December 6, 2025

যশোর জেলা আ’লীগের কমিটিতে বাঘারপাড়ার ৩ নতুন মুখ

যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন বাঘারপাড়া উপজেলার তিন জন। তারা হলেন মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, পজলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী ও বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। তবে ৯৪ সদস্যের এই কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদ পেয়ে চমক সৃষ্টি করেছেন যশোর জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওসমানি হল শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী। তিনি বাঘারপাড়া আওয়ামী লীগের রাজনীতিতে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন।
এর মধ্যে উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
এর আগে ২০২০ সালের ২৭ নভেম্বর বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ রণজিৎ কুমার রায় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মনোনীত হন।ৎ

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর