Saturday, December 6, 2025

কেশবপুরে অবৈধ ভাবে সুইস গেটের মুখ বন্ধ করলো ব্যবসায়ী, অপসারণ করলো প্রশাসন

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে  এক ঘের ব্যবসায়ী কামরুল বিশ্বাস অবৈধভাবে সরকারি সুইচ গেটের মুখে পাটা ও লোহার খাঁচা দিয়ে পানি আটকে রেখে  দীর্ঘদিন  মাছ চাষ করে আসছিলেন।
গোপন সূত্রে জানতে পেরে  উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা পাটা ও লোহার খাঁচা অপসারন করেন যাতে পানির ফ্লো স্বাভাবিক থাকে আর অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত না হয় সে ব্যবস্থা করেন । এই মহান উদ্যোগকে এলাকাবাসী উপজেলা প্রশাসন কে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন এধরনের পাটা বা অন্য কোন বস্তু দিয়ে ঘের ব্যবসায়ীরা যেকোনো খালের  সুইচগেট বা কালভার্টের মুখ বন্ধ করে রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর