Saturday, December 6, 2025

বেনাপোলে মামলার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ আবগারী পুলিশের বিরুদ্ধে

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে মাদক দ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর (আবগারি) কর্মকর্তার বিরুদ্ধে এক জনের পকেটে ২ গ্রাম হেরোইন ঢুকিয়ে ৭০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত কর্মকর্তা বলছেন কোন টাকা নেওয়ার কোন ঘটনা ঘটেনি।
বুধবার(২৯ জুলাই) বিকালে বেনাপোলের সাদিপুর গ্রামে মোস্তাকের বাড়িতে তল্লাশী চালিয়ে তাকে আটক ও পরে এই টাকা নেওয়া হয়।
মোস্তাকের স্ত্রী চায়না বেগম বলেন, বুধবার দুপুরে সাদা পোশাকে বেশ কয়েকজন তাদের বাড়িতে এসে তল্লাশী শুরু করে। জিজ্ঞাসা করলে তারা আবগারি পুলিশ পরিচয় দেয়।  এসময় তারা তার স্বামী মোস্তাককে হাতকড়া পরায়। পরে বাড়িতে তল্লাশি করে কিছু না পেয়ে নিজেদের কাছে থাকা ২ গ্রাম হেরোইন তার স্বামীর পকেটে ঢুকিয়ে দিয়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে তাদের বাড়িতে থাকা ৭০ হাজার টাকা নিয়ে নেয়। বাকি টাকা দিতে না পারায় তারা তার স্বামীকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এস আই মনিরুজ্জামা জানান, মোস্তাক মাদক কারবারে জড়িত তাদের কাছে অভিযোগ ছিল। তাই বাড়িতে অভিযান চালানো হয়। তবে ওই বাড়ি থেকে কোন টাকা নেওয়া হয়নি। তল্লাশির সময় যে টাকা পেয়েছি তা তাদেরকে দিয়ে এসেছি। আমাদের কাছে ভিডিও রেকর্ড রয়েছে। মোস্তাকের কাছে  দুই গ্রাম হেরোইন পাওয়ায় তাকে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর