Saturday, December 6, 2025

কেশবপুরে ৪২০বস্তা চাউলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে

জাকির হোসেন,কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুরে চাউলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মাছের ঘেরে ভেতর পড়েছে। ২৮জুলাই বিকেলে কেশবপুর-গৌরীঘোনা সড়কের পাশে কন্দর্পপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ফলে পানির ভেতর কিছু চাউল পড়ে যায়। এলাকাবাসী জানায় এ সময় চাউল খেয়ে ঘেরের মাছগুলো লাফালাফি শুরু করে দেয়। এতে চাউল মালিকের ক্ষতি হলেও ঘের মালিকের লাভ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ট্রাক চালক শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান দিনাজপুর বটতলী থেকে ৪২০ বস্তা চাল নিয়ে কেশবপুর উপজেলার বুডুলি গ্রামে আব্দুল কাদেরের মাছের ঘেরে যাচ্ছিলেন তিনি। কিন্তু কন্দর্পপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অন্য একটি পিক-আপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে মাছের ঘেরে পড়ে যায়। এলাকাবাসী আরো জানান কিছু চাউল পানিতে পরে নষ্ট হয়ে গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর