সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি-যশোরের অভয়নগরে পলি বেগম (৪০) নামে এক গৃহবধুু আত্মহত্যা করেছেন।
বুধবার সকাল ১১ টায় নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্ম-হত্যা করেছেন বলে এলাকাবাসী জানান। এলাবাসীর ধারনা র্দীঘ দিন সে বিভিন্ন গাইনী রোগে ভুগছিলেন পেটের যন্ত্রনা সইতে না পেড়ে হইতো তিনি আত্ম-হত্যার পথ বেছে নিয়েছেন। মৃত্য পলি বেগম তালতালা গ্রামের গ্যারেজ মিস্ত্রী তারা মিয়ার স্ত্রী। রিয়াজ (১৮) ও মিম (৭) নামের তাদের দু’টি সন্তান রয়েছে। পরিবার সুত্রে জানাজায়, বুধবার সকালের খাবার শেষ করে তারা মিয়া গ্যারেজে চলে যায়। তার কিছু পরে মেয়ে কে বাবার কাছে পাঠিয়েদেন পলি বেগম। মেয়ে মিম কিছু সময় পরে বাড়ি এস মায়ে ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে আসপাশের মানুষ ছুটে এসে পলি বেগম কে নামাবার আগেই তিনি মারা জান। এ বিষয়ে অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পেরন করা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ে করা হয়েছে।







