Saturday, December 6, 2025

চিত্র নায়কা ববিতার চাচা কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু বিশ্বাসের ইন্তেকাল

চুড়ামনকাটি (যশোর ) প্রতিনিধি :যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ্য আইনজীবি আবুল খায়ের বাবু মিয়া (১০১) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি—-রাজিউন)। তিনি বিজয়নগর গ্রামের মৃত মুজিদ বিশ্বাসের মেঝ ছেলে।

আজ বুধবার সকাল দশটায় যশোর শহরের পুলিশ লাইনে ছেলের বাসায় বার্ধক্যজনিত কারনে মারা যান। আছর বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থান বিজয়নগর গ্রামে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।বাবু বিশ্বাস বাংলা চলচিত্রের তিন কিংবদন্তী সুচান্দা, ববিতা ও চম্পার আপন মেঝ চাচা এবং চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম রন্টু মিয়ার শশুর। নিহতের ছেলে মেমন জানান তার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আজ সকাল ১০ টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্যগুনাগ্রী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিদুর রহমান শহীদ, সাধারন সম্পাদক মতিয়ার রহমান, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন প্রমূখ।

এদিকে বর্ষীয়ন রাজনৈতিক নেতাকে হারিয়ে শোকে মাতম পুরো কাশিমপুর ইউনিয়নবাসী। এলাকাবাসী জানান, ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তার মাধ্যমেই হয়েছিলো। তিনি বঙ্গবন্ধুর সাথে একাধিক বার সাক্ষাত করেছেন বলে এলাকার প্রবীন কয়েকজন জানান। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন সৎ চরিত্রের অধিকারী।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর