Friday, December 5, 2025

বুধবার ডাক্তার দম্পত্তি সহ যশোর সদরে আক্রান্ত হলেন যারা

বুধবার যশোরে এক ডাক্তার দম্পত্তি সহ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সদরের ২৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ডেন্টিস্ট সুপ্রিয়া দাস প্রিয়াংকা ও তার স্বামী ইঞ্জিনিয়ার সুদীপ্ত মজুমদার। এছাড়া ১ নং ওয়ার্ডের ইন্টার্নী ডাক্তার বিএম ওয়ালীদ, একই ওয়ার্ডের এক নারী, ৩ নং ওয়ার্ডের পুরুষ , একই ওয়ার্ডের পুরুষ (৩৮), এক ব্যাংক কর্মকর্তা। তিনি সোসাল ইসলামী ব্যাংকে চাকরি করেন।৭ নং ওয়ার্ডের শংকরপুরের ব্যবসায়ী  , ৯ নং ওয়ার্ডের তিনজন মহিলা অপরজন পুরুষ  । এছাড়া হৈবতপুর ইউনিয়নের তিনজন রয়েছেন। ফতেপুরের ঝুমঝুমপর এলাকার দু্রইজন পুরুষ ও তিনজন মহিলা। আরবপুর ইউনিয়নের এক ব্যাংকার। তিনি ব্রাক ব্যাংকে চাকরি করেন।নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের পুরুষ।এ ছাড়া এদিন তিনজনের সন্ধান পাওয়া যায়নি। তারা হলেন ফজলুল হক, শফিকুল ইসলাম ও দেবাশীষ তরফদার।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর