Saturday, December 6, 2025

শার্শায় ৫ জুয়াড়ি আটক

সাইদুর জামান(রাজা)‌শার্শা প্রতিনিধি :যশোরের শার্শায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬জুলাই) রাতে শার্শা থানাধীন গোড়পাড়া ( কৃষ্ণপুর) গ্রাম থেকে তাদেরকে আটক করে। আসামীরা হলেন  শার্শা উপজেলার গোড়পাড়া (কৃষ্ণপুর) গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে  আজিজুর রহমান (২৫), শিকারপুর গ্রামের  আবু হানিফ বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম কলম , কৃষ্ণপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে রুবেল হোসেন লক্ষণপুরের মৃত হযরত আলীর ছেলে আলী কদর (৩৫) ও মৃত ইলাহী বক্সের ছেলে  রেজওয়ান।  গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান জানান, কঠোর লকডাউনে জমায়েত করে জুয়া খেলার আসর বসেছে এমন গোপন খবরে অভিযান চালিয়ে গোড়পাড়াস্থ (কৃষ্ণপুর ) গ্রাম এলাকায় মোঃ চান্দু মিয়ার বাড়ির পেছনের বাগানে বেতনা নদীর পাড়ের হতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে ২ জোড়া তাস ও নগদ ৩হাজার ৭শ’ ষাট টাকা উদ্ধার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর