Saturday, December 6, 2025

কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন

কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২৫টি গার্মেন্টসের দোকানসহ ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করে দিল প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওইসব ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করে লাল ফিতা টাঙিয়ে দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সকাল থেকেই ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে বেচাকেনা করা হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে কেশবপুর শহরের মধুসড়কের পুরোনো গার্মেন্টস পট্টির ২৫টি দোকানে প্রবেশের ২টি গলির মুখ, পোস্ট অফিসের সামনে মেসার্স আলিশা কর্পোরেশন ও পুরোনো গরুহাটা এলাকার একটি চায়ের দোকান লকডাউন করে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় যতদিন লকডাউন চলমান থাকবে ততদিন ওই ব্যবসা প্রতিষ্ঠান তারা খুলতে পারবে না।

কেশবপুর প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর