সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি:অভয়নগরে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক ও.এম.এস’র চাউল-আটা বিক্রিয় কার্যক্রম শুরু হয়েছে। গত ২৫ জুলাই রোববার হতে আগামি ৭ আগোষ্ঠ পর্যন্ত নওয়াপাড়া পৌর সভায় ডিলারের মাধ্যমে চাউল-আটা বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রমে জনপ্রতি ৩০/-(ত্রিশ) টাকা দরে ৫ (পাঁচ) কেজি চাউল ও ১৮/-(আঠারো) টাকা দরে ৫ (পাঁচ) কেজি আটা দেওয়া হচ্ছে। প্রতি দিন সকাল ৭.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এ বিতরণ কার্যক্রম চলবে। করোনাকালীন কম মূল্যে মানসন্মত ও.এম.এস’র চাউল-আটা পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় মানুষ এমনটি বলছিলেন লাইনে দাড়িয়ে চাউল সংগ্রহ করতে আশা মেহেদী হাচান। এবং এই চাউল-আটা বিতরণ যদি পৌর সভার বিভিন্ন মহল্লায় গিয়ে বিক্রিয় করতেন তা হলে আরোও বেশী বেশী মানুষ উপকৃত হতো বলে তার ধারনা। এ বিষয়ে ডিলার মোঃ গোলাম জহিরুল হক লিখন সাংবাদিকদের বলেন, দুই সপ্তাহ ব্যাপী চলা এ কর্মসূচীর আজ দ্বিতীয় দিন। চাহিদা এত বেশি যে সকাল ১১.০০টার ভেতর দিনের বরাদ্দের ১৫০০ কেজি চাউল ও ১০০০ কেজি আটা শেষ হয়ে গেছে।
অভয়নগরে খাদ্য অধিদপ্তর কর্তৃক ও.এম.এস’র চাউল-আটা বিক্রিয় কার্যক্রম শুরু

আরো পড়ুন






