জাকির হোসেন, কেশবপুর(যশোর)প্রতিনিধি: কেশবপুরে গাঁজাগাছসহ কামরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক।
থানার সূত্রে জানা যায় উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ভেরচি এলাকা ২৬জুলাই দুপুরে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনের নিদেশনায় ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেরচি গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে কামরুলের(৪০)এর বাড়ি থেকে গাঁজাগাছসহ তাকে আটক করা হয়। গাঁজা গাছগুলো তার মুরগির খামারের মধ্যে লাগানো ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ সময় থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন সাংবাদিকদের বলেন তিনটি গাজাগাছসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তিনি গাজা গাছ রোপন করেন বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে।







