Saturday, December 6, 2025

নড়াইলে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে করোনা কালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ নড়াইল জেলার সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ (সোমবার) জেলা প্রশাসকের হলরুমে চেক প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এব ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল জেলার তিন উপজেলায় ৬৯ জন সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৬ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর