Saturday, December 6, 2025

অভয়নগরে শশুর বাড়িতে জামাইয়ের রহস্য জনক মৃত্যু

সৈয়দ রিপন,অভয়নগর (যশোর) প্রতিনিধি:অভয়নগরে শশুর বাড়ি বেড়াতে এসে শরিফুল ইসলাম (৩৫) জামাইয়ের রহস্য জনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা শাহিনপাড়ার খালপাড় নামক স্থানে। সে ঐ এলাকার আবুল হোসেন (হোসনার) মেয়ে শিল্পী বেগমের স্বামী। সে শার্শা উপজেলার নাভারের জামতলা গ্রামের মো. হানিফ মোড়লের ছেলে। মৃত্যের স্ত্রী শিল্পী বেগম জানান, রোববার গভীর রাতে কোন এক সময় কাউকে কিছু না জানিয়ে তার স্বামী ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করেন। আমি দেখতে পেয়ে আমার পরিবারের লোকজনের সহযোগিতায় সোমবার সকালে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামায়। এলাকাবাসির ধারনা এ হত্যাকান্ডটি পূর্ব পরিকল্পিত হতে পারে বলে জানান। কারন ছেলেটি দীর্ঘ দিন মালোয়েশিয়া থাকাকালিন সে স্ত্রী শিল্পী বেগমের নামে টাকা পাঠাতেন। দেশে এসে স্বামী শরিফুল ইসলাম পাঠনো অর্থের হিসাব স্ত্রীর কাছে জানতে চাইলে তাদের সংসারে বিভিন্ন সময় এনিয়ে অশান্তি লেগে থাকতো। ঘটনার দিন সকালে ঘরে তালা দেওয়া দেখে এলাকাবাসির সন্দেহ হলে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র্রে খবর দেয়। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে ঘরের খাটের উপর থেকে মৃত্য ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি সর্ম্পকে অভয়নগর থানা ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃত্য শরিফুল ইসলাম এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এখন যশোর মর্গে পাঠনো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর