Friday, December 5, 2025

বুধবার যশোরে ৫০ জন শনাক্ত

যশোরে বুধবার  ৫০জন নতুন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদরের ২৭ জন, অভয়নগরের ৭জন, কেশবপুরের ৬জন, শার্শার ৪জন,  চৌগাছার তিনজন, মণিরামপুরের দুইজন ও ঝিকরগাছার ১জন  রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭৯৯ জন ও সুস্থ্য হয়েছেন ৩৫৩ জন। মারা গেছেন ১৩জন। তিনি আরো জানান, এদিন যবিপ্রবিথেকে ১শ’১৫ টি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০ ফলাফল আসে। তারমধ্যে ৫০ টি নমুনা পজেটিভ। এদিকে যশোর সদরে আক্রান্ত ব্যক্তি দের মধ্যে ডেন্টিস্ট  ডাক্তার সুপ্রিয়া দাশ পিয়াঙ্কা ও তার স্বামী রয়েছেন। এছাড়া আরো একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন যিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদের শনাক্তের কাজ চলছে বলে যানান সিভিল সার্জন অফিসের কর্তব্যরত এক চিকিৎসক।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর