Saturday, December 6, 2025

চৌগাছায় দুই কেজি গাঁজাসহ ব্যবসায়ি আটক

যশোরের চৌগাছায় ২ কেজি গাঁজাসহ সামাউল মন্ডল(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।  রোববার বিকাল চারটার দিকে চৌগাছা  পুড়ো পাড়া- সুখপুকুরিয়া রোডের পাশে রেজাউলের পানের বরজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সামাউল মন্ডল সুখ পুকুরিয়া এলাকার আরশাদ আলী মণ্ডলের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম প্রায় ৬০ হাজার টাকা।

যশোর গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকর বলেন, আটক সামাউল মন্ডল এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। রোববার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সামাউন মন্ডল গাঁজা নিয়ে চৌগাছার রেজাউলের পানের বরজের সামনে অবস্থান করছে। বিষয়টি যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে অবগত করলে তিনি মাদক ব্যবসায়ীকে আটকের নির্দেশ দেন। এ সময় এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ রইচ আহমেদ,এএসআই(নিঃ) শ্যামল কুমার সরকার, এএসআই(নিঃ) নির্মল কুমার ঘোষ  তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সামাউন মন্ডল কে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর