Saturday, December 6, 2025

নড়াইলের ডিবি পুলিশের হাতে মাদক সম্রাট সেতু আটক

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের ডিবি পুলিশ দেড় কেজি গাঁজাসহ মাদক সম্রাট সেরেগুল ইসলাম ওরফে সেতু (৩৬) নামে এক জনকে গ্রেফতার করেছে ৷ রোববার ২৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সেতু নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইলের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ি সেতু বুড়িখালী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে একদল ডিবি পুলিশ সদর উপজেলার বুড়িখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে সেরেগুল ইসলাম সেতুকে দেড় কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় মাদকসহ সেতুকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান ৷

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর