Saturday, December 6, 2025

নড়াইলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইশতিয়াক আজিজ নিপুন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহত নিপুন শহরের ভাদুলীডাঙ্গা এলাকার শেখ আজিজুল হকের ছেলে। জানা যায়, গতকার (শুক্রবার) বিকেল ৪টার দিকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল এলাকায় নিপুনের মোটরসাইকেলের সাথে অপর একটি মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে দু’জনই আহত হন। নিপুন শনিবার ভোরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নড়াইল সদর থানার ওসি শওকত কবির জানান, সড়ক দুর্ঘটনায় আহত নিপুন আজ (শনিবার) ভোরে মারা গেছেন। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর