শ্যামল দত্ত (যশোর) চৌগাছা ঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মল্লিকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের বড় ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও স্পেশাল এসাইনমেন্ট অফিসার টু ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক ড. আশিকুর রহমান বিপ্লব মল্লিক জানান আব্দুর রহিম মল্লিকের ৭ম মৃত্যুবার্ষিকী কোভিড পরিস্থিতির কারনে কিছুটা সংক্ষেপ করা হয়। পারিবারিকভাবে ২২ জুলাই কোরআন খানি এবং ২৩ জুলাই (শুক্রবার) তার গ্রামের বাড়ি সিংহঝুলীর ৫টি মসজিদে মিলাদ ও দোয়া মাফহিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মরহুমের ভাই ও যশোর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানূর আলম শাহিন মল্লিক, আব্দুল করিম মল্লিক, আব্দুল হামিদ মল্লিকসহ গণ্যমান্যরা অংশ নেন।
আব্দুর রহিম মল্লিক ২০১৪ সালের ২২ জুলাই ইন্তেকাল করেন। রজনৈতিক জীবনে তিনি সিংহঝুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি, চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি, চৌগাছা ইট প্রস্তুতকারক (ইটভাটা) মালিক সমিতির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
চৌগাছায় সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত

আরো পড়ুন






