Saturday, December 6, 2025

চৌগাছায় লকডাউন দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা

শ্যামল দত্ত (যশোর) চৌগাছ থেকেঃ যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা করা হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় শহরের ভেতরে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। তাদের ২ জন ব্যবসায়ী লকডাউনে দোকান খুলার অপরাদে আর ১ জন মাছ ব্যবসায়ী মোট ৩ জনের কাছথেকে চার হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
বেলা ১১ সমায় উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনমুল হক এই আদালত পরিচালনা করেন ও দুপুর ২ টার পরে উপজেলা ভূমি সহকারী কমিশনার নির্বহী ম্যাজিস্ট্রেট চৌগাছা বাজার সহ পাতিবিলা ইউনিযন বাজার,হাকিমপুর ইউনিযন ,নারায়নপুর ইউনিয়নে  ভ্রাম্যমান আদালত পরিচালনা কওর হাকিমপুর ইউনিয়নের দেবীপুর বাজার দিলিপ কুমার(৪০) মাছের দোকান থেকে ১০০ শতটাকা জরিমানা করেন,।
এছাড়া ভ্রাম্যমান আদালতে চৌগাছা বাজারের জীবন ইলেকট্রনিক্সের দোকানের মালিককে  দু্টই হাজার টাকা ও  মেসার্স চৌগাছা স্যানিটারী দোকানের মালিক ইসা মিয়া (৩২) দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে  সেনা সদস্য, চৌগাছা থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান নেতৃত্বে পুলিশ সদস্যরা ও আনছার সদস্য ও চৌগাছা উপজেলা রোবার স্কাউডের সদস্য অংশ নেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর