সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের, ধানকোড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মুন্সি মোঃ হাবিবুর রহমান ক্যান্সার ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাাহে……রজেউন)। মৃতু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, মোঃ হাবিবুর রহমান দীঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। পরবর্তীতে তিনি করোনা আক্রান্ত হন। গতকাল ( বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে ঢাকা কাকড়াইল ইসলামী হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। আজ (শুক্রবার) বাদ জুম্মা উত্তর লংকার চর জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি ৩ মেয়ে ১ ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও এলাকাবাসি গভীর শোক প্রকাশ করেছেন।







