Saturday, December 6, 2025

নড়াইলে রিভলবার ও গুলিসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গতকাল (২২ জুলাই) গভীর রাতে র‌্যাব-৬ খুলনার একটি দল দক্ষিণ যোগানিয়া মোড় সংলগ্ন জনৈক সাকায়েত মোল্লার মুদি দোকানের সামনে থেকে নুর আলম মোল্লা (২৪)কে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তার কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী রিভলবার, সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নুর আলম মোল্লা নড়াগাতি থানার যোগানিয়া চরপাড়া গ্রামের মৃত ইয়ার আলী মোল্লার ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালিয়া উপজেলার নড়াগাতি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর