Saturday, December 6, 2025

চৌগাছায় দুই হাজার পরিবারের মাঝে অ্যাডমিরাল আজিজুর রহমানের মাংস বিতরণ

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছা পৌরসভা ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বাসি সহ বিভিন্ন গ্রাম অঞ্চলের গরিব অসহায় পরিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০০০ পরিবারের মাঝে মাংস বিতারণ করেণ চৌগাছা বাজার সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও স্বত্বাধিকারী জোসনা  ্্ও্্্্্ও্্্ও্্্্্ও্্্্ও্্্্্্ও্্্ যমুনা গুরুপের এ্যাডমিরার আজিজুর রহমান।বুধবার দিনব্যাপি পৌরসভা ৪,৫ ও ৬ ওয়ার্ড সহ বিভিন্ন গ্রাম অঞ্চলের গরিব অসহায় ২০০০ পরিবারের মাংস বিতারন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সহ-সাভাপতি জোসনা খাতুন, ৬নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নান মনু, তুহিন রহমান,আনচার আলী, আব্দুর রাজ্জাক স্থানিয় বেক্তিবর্গ উপস্তিত ছিলেন।

এ সময় এ্যাডমিরাল আজিজুর রহমান বলেন, তিনি তার সাধ্যমত চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে থাকার জন্য। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সাথে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর