আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে দু’প্রাইভেটকারের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার যশোর থেকে যাত্রী নামিয়ে ঢাকা মেট্রো গ ৩১-১৬৩৮ মালিক তারেক হোসেন (৩৭) ঝিকরগাছা বাজারে আসার সময় এবং অপর দিক থেকে বেপরোয়া ভাবে আসা সাতক্ষীরা থেকে ঢাকা মেট্রো ক ১১-২৯৬০ প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর আলম (৬১) তিনি তার গাড়ির ড্রাইভার রবিউল কে সাথে নিয়ে যশোরের আত্মীয় বাড়ীতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দুপুর ১টায় স্থানীয় বিএম স্কুল সংলগ্ন পালপাড়ার দাউদ স’মিলের সামনে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে ৪জন আহত হয়েছে। আহতরা হলেন, সাতক্ষীরা পাঁচরক্ষি গ্রামের প্রাইভেটকারে মালিক জাহাঙ্গীর আলম (৬১), আবেনুর বেগম (৫২), সামিউল আলম জজ (২), অজ্ঞাত আরও ১জন। ঘটনাস্থল থেকে সাতক্ষীরার প্রাইভেটকারের ড্রাইভার রবিউল পালিয়ে গেছে বলে সবাই ধারণা করছেন ।তাৎক্ষণিক থানার অফিসার এসআই সুমন বিশ্বাস এসে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানার পুলিশের এসআই মোফাজ্জল ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত দুইটি গাড়ি হেফাজতে নেন।







