Saturday, December 6, 2025

কেশবপুরে পশুর হাটে উপচে পড়া ভিড়

মোঃজাকির হোসেন,কেশবপুর(যশোর)ঃ কেশবপুর উপজেলা ব্যাপী ঈদের বাজার জমে উঠেছে। সোমবার পশু হাটের শেষদিন থাকায় হাটে মানুষের ঠায় নেই। গরু ছাগলে হাটটি যেন ঠাসা। মানুষের ভীড়ে স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা এখানে।সরকারের লকডাউনের ফলে এই হাটে পশু বিক্রি নিষিদ্ব ছিল।তারপরও আইন লঙ্গন করে ব্যবসায়ীদের অনেকেই বিভিন্ন স্থানে গরু নিয়ে ক্রয় বিক্রয় করেছে।লকডাউন সিথিল হওয়ায় পশু হাটে গরু-ছাগল ক্রয় বিক্রয় চলছে। এরই মধ্যে ঈদের আগে শেষ হাট হওয়ায় ব্যপক পশুর সমাগমে মানুষের ভিড়ও লক্ষনীয়।তারপরও গরু ছাগলের দাম শেষ হাট হওয়ায় আগের থেকে দাম বেড়েছে গরু প্রতি ৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। ছাগলের দাম প্রতি ছাগলে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে শাড়ী-কাপড় কসমেটিক গর্মেন্টন্স আর পাদুকার দোকানে ব্যাপক ভীড় দেখা যায়। দীর্ঘ দিন লকডাউনের কারনে মানুষের উপস্থিতি না থাকা দোকান গুলো বন্ধ থাকার কারনে মানুষ দীর্ঘদিন ক্রয়-বিক্রয় করতে নাপারাই লকডাউনের শিথিলতার কারনে মানুষ যেন হারানো দিন ফিরে পেয়েছে। তারা এখন অর্থ সাপেক্ষে প্রান খুলে দোকান থেকে চাহিদা মত মালামাল ক্রয়-বিক্রয় করতে পারছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর