Saturday, December 6, 2025

নড়াইল জেলা মহিলা আ. লীগের ঈদ উপহার বিতরণ

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর ও করোনা মহামারীতে আর্থিক অনটনে থাকা জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (৮মে) বেলা ১১টায় আলাদাতপুরস্থ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, পোলাও চাউল, তেল, দুধ, চিনি, সেমাই, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান। এসব উপহার সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা পরিষদের নারী সদস্য রওশন আরা কবির লিলিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৮৫ নেতাকর্মীর মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর