Saturday, December 6, 2025

চৌগাছা সিংহঝুলি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের নগদ অর্থ সহায়তা

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছা ৩নং সিংহঝুলি ইউনিয়ন পরিষদ মানোনীয় প্রধানমন্ত্রির শেখ হাসিনার উপহার হিসাবে হতদরিদ্র ৩০১১ পরিবার মাঝে ভিজিএফের আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ৭ মে রোজ শুক্রবার সকাল ১০ সময় ৩নং সিংহঝুলি ইউনিয়ন পরিষদে নিজ কার্যলয় ঈদুলফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র পরিবার প্রতি ৪৫০ টাকা করে ৩০১১ টি পরিবারের মাঝে মোট ১৩৩৫৪৯৫০ টাকা প্রদান করা হয়। ভিজিএফের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বাদল সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস কর্মকতা ও ট্রাক অফিসার এস এম সাহহন সিরাজ, উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব জাকির হোসেন, ইউপি সদস্য জামাল হোসেন, খন্দকার আসাদুল হক বাবুল,আতিয়ার রহমান,ফজের আলী,শহিদুল ইসলাম,শওকতুল ইসলাম,আব্দুল রশিদ.মমিনুর রহমান, আব্দুলসামাদ, মহিলা ইউপি সদস্য শিফালী খাতুন,ফুলজান বেগম, রিজিয়াখাতুন । ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা,আওয়মীলীগ নেতা আশরাফুলইসলাম,রফিকুল ইসলাম,তৈহিদুল ইসলাম সহ ইউনিয়নের গন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর