অভয়নগর (যশোর )প্রতিনিধি- পবিত্র ঈদ-উল-ফিত কে সামনে রেখে চলমান বৈশিক মহামারি করোনায় কর্মহিন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে অভয়নগরে খুলনা ব্লাড গ্রুপ ও খুরনা ফুড গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েচ্ছে।গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌর সভার ১নং ওয়ার্ড রথখোলায় এলাকার ৫০জন মানুষের হাতে ঈদ সামগ্রী তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথী সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলার আছমা বেগম। এসময় অরোও উপস্থিত ছিলেন, খুলনা ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আনিছুর রহমান, অর্থ সম্পাদক আর্নি রহমান, স্থানীয় আওয়ামীলীগ মন্টু ঘোষ, কান্ত ঘোষ, সাকিব মোল্যা, সদস্য হুসাইন শেখ, কাজী খলিলুর রহমান, শরিফুল ইসলাম, সাদিক হোসেন, শ্রাবন্তি আক্তার, জান্নত ফারিয়া সহ প্রমুখ।







