বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫শ’ দুস্থ পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সোয়া ১০ টায় উল্লেখিত ইউনিয়ন পরিষদ চত্বরে অনুদানের এ অর্থ বিতরণ করা হয়। জনপ্রতি নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা তাঁতীলীগের সভাপতি আবুল সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প (বাস্তবায়ন) কর্মকর্তা সামছুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন,উপজেলা প্রকল্প (বাস্তবায়ন) কর্মকর্তার কার্যালয়ের উপসহকরী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাস,আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান জামান চিশতী প্রমুখ।
নারিকেলবাড়িয়ায় ৫শ’ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ

আরো পড়ুন






