Saturday, December 6, 2025

যশোরের গুণী শিক্ষক অধ্যাপক তহুরা খাতুন তরীর ইন্তেকাল

চলে গেলেন গুণী শিক্ষক ও এক রত্নাগর্ভা মা অধ্যাপক তহুরা খাতুন তরী। তিনি যশোরের শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। আজ ভোরে হঠাৎ অসুস্থ  হলে তাকে ঘোপ নওয়াপাড়া রোডের বাসভবন থেকে কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল  সাড়েে নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, তিনকন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এককন্যা দেশের প্রখ্যাত নাট্যকার, যশোর সাহিত্য পরিষদের সদস্য কবি ইফ্ফাত আরেফিন এবং অপর দুই কন্যা সরকারী উচ্চপদস্থ প্রথমশ্রেণীর কর্মকর্তা।
মরহুমা অধ্যাপক তহুরা খাতুন তরীর মৃত্যুতে যশোর সাহিত্য পরিষদের সকল সদস্য ও শুভানুধ্যয়ী গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর