Saturday, December 6, 2025

নড়াইলে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে করোনাকালিন দুঃসময়ে বিভিন্ন শ্রেণির অসহায়দের মাঝে সহায়তা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।আজ (৪ মে) জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণীর ২০০ অসহায়ের মাঝে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন । এসব সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি করে ডাল।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা ত্রান কর্মকর্তা মিজানুর রহমান, এনডিসি জাহিদ হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।                                                                                                                                                                                                                                              

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর