জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ১মে রাতে পৌর শহরের ভোগতীনরেন্দ্রপুর এলাকার কৃষক আব্দুর রহিমের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি এড়ে ও ১টি গাভী চুরি করে নিয়ে গেছে। ঈদের আগে ৫টি গরু হারিয়ে ওই কৃষক হতবিহবল হয়ে পড়েছেন। এতে ওই কৃষকের প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে আব্দুর রহিম গোয়াল ঘরের সামনে যেয়ে দেখে গোয়ালে গরু নেই। এ সময় গোয়ালের গেটের তালা ভাঙ্গা দেখতে পায়। পরে বিভিন্ন হাটে গিয়েও গরুর কোন সন্ধান করতে পারেননি ওই কৃষক। কৃষক আব্দুর রহিমের ছেলে হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন তাদের গোয়াল থেকে চুরি হওয়া ৫টি গরুর দাম প্রায় সাড়ে চার লাখ টাকা। গরু চুরির ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।







