Saturday, December 6, 2025

কেশবপুরে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই

জাকির হোসেন, কেশবপুুর প্রতিনিধিঃ কেশবপুরে ২মে দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নুড়িতলা বাজারে আগুনে ৩টি দোকানে পুড়ে ছাই প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লেগে নুড়িতলা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের পান-সুপারির দোকান, আব্দুল মোমিনের ইলেকট্রনিক্সের দোকান ও মুক্তার আলী ভুট্টোর চালের দোকানসহ মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, রবিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ওই ৩ ব্যবসায়ীকে আর্থিকভাবে সহযোগীতা প্রদান করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর